১৪৩-এ বাংলাদেশ ১৩৯
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/20/photo-1426851553.jpg)
আজ ২০ মার্চ, বিশ্ব সুখ দিবস। এই দিনের প্রথম প্রশ্ন : ‘আমরা কতটা সুখী?’ উত্তরটা দিচ্ছে বিশ্বখ্যাত জরিপ সংস্থা গ্যালাপ। তাদের জরিপ বলছে, বিশ্বে সুখী দেশের তালিকায় ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯তম। অর্থাৎ শেষের দিক থেকে পঞ্চম। কিন্তু বাস্তবে ৫৪ পয়েন্ট পেয়ে বাংলাদেশ সার্বিয়া ও তুরস্কের সঙ্গে যৌথভাবে তৃতীয় হয়েছে।
২০১৪ সালে পাঁচটি প্রশ্নের ভিত্তিতে জরিপটি পরিচালনা করে গ্যালাপ। ওই প্রশ্নগুলো হলো : আপনি কি গতকাল পর্যাপ্ত বিশ্রাম নিয়েছেন? গতকাল সারা দিন সম্মানজনক আচরণ পেয়েছেন? গতকাল মুচকি বা জোরে হেসেছেন? গতকাল মজার কিছু শিখেছেন বা করেছেন? আপনি কি গতকালের বেশির ভাগ অংশে উল্লিখিত অনুভূতি পেয়েছেন? কেমন উপভোগ করেছেন?
এসব প্রশ্নের জবাবে ১৪৩টি দেশের উত্তরদাতাদের ৭০ শতাংশই প্রচুর উপভোগ কিংবা হেসেছেন বলে উত্তর দেন। ৫০ শতাংশ উত্তর দিয়েছেন, তাঁরা জরিপে অংশ নেওয়ার আগের দিন মজার কিছু শিখেছেন বা করেছেন।
জরিপে জানা যায়, সুখী দেশের তালিকায় থাকা ১০ দেশের সব কটিই লাতিন আমেরিকার। এ তালিকায় ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারাগুয়ে। সমান ৮৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে কলম্বিয়া, ইকুয়েডর ও গুয়েতেমালা। ৮১ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে নিকারাগুয়া।
বিশ্বে ‘অসুখী’ দেশের তালিকার শীর্ষে সুদান। দেশটির পয়েন্ট ৪৭। তালিকার দ্বিতীয় নম্বরে আছে তিউনিসিয়া।
২০১২ সাল থেকে ২০ মার্চ বিশ্ব সুখ দিবস পালন করছে জাতিসংঘ।