ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
পরমাণু অস্ত্র বহনে সক্ষম এমন দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ার পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রগুলো মধ্যম পাল্লার। উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রগুলো ৮০০ কিলোমিটার দূরত্ব পার হয়ে সমুদ্রে ভূপাতিত হয়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, দুটি ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র থেকে দুটি ‘নোদং’ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। উত্তর কোরিয়ার তৈরি এসব ক্ষেপণাস্ত্র এক হাজার ৩০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর কোরিয়া আঘাত হানতে পারে সমগ্র দক্ষিণ কোরিয়া ও জাপানের ওপর। ২০১৪ সালে প্রথম নোদং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধ অবস্থান নেবেন তাঁরা।
উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষিত নতুন করে নিষেধাজ্ঞার মাত্র একদিন পরই এমন পরীক্ষা চালানো হলো। এর আগে, পরমাণু বোমার পরীক্ষা ও কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।
ওমাবা ঘোষিত উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞায়, যুক্তরাষ্ট্রে থাকা দেশটির সব সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে, উত্তর কোরিয়ার কেউ বিনিয়োগ করতে পারবে না। আর মার্কিন নাগরিক না হলেও উত্তর কেরিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখলে তাঁকে কালো তালিকা ভুক্ত করা হবে।
জানা গেছে, গত ৬ জানুয়ারি পরমাণু বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পরের দিনই স্যাটেলাইট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।