শান্তিরক্ষীদের বিরুদ্ধে গুরুতর যৌন পীড়নের অভিযোগ

Looks like you've blocked notifications!
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের শান্তিরক্ষীর দায়িত্ব পালনকারী ফরাসি সেনাদের বিরুদ্ধে গুরুতর যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। ছবি : এএফপি

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে একশর বেশি নারী যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। ফরাসি সেনাদের বিরুদ্ধে ধর্ষণের চেয়েও গুরুতর অভিযোগ তুলেছেন তিন নারী।  

ইনডিপেনডেন্ট জানিয়েছে, যৌন নির্যাতনের শিকার তিন নারী অভিযোগ করেছেন, ২০১৪ সালে ফরাসি এক কমান্ডারের নির্দেশে তাঁদের বেঁধে কুকুর দিয়ে যৌন নিপীড়ন করা হয়।

যুদ্ধবিধ্বস্ত মাধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের যৌন নির্যাতনের শিকার নারীদের সাক্ষাৎকার নিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। ওই সাক্ষাৎকারে ফরাসিসহ বিভিন্ন দেশের সেনাদের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ পাওয়া গেছে। যৌন নির্যাতনের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে জাতিসংঘ। সংস্থা জানিয়েছে, কোনো কোনো অভিযোগ তিন বছরের পুরোনো।

জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে দেশটিতে চলা এইডসবিরোধী প্রচারণায় নিয়োজিত দলের মাধ্যমে কিছু তথ্য জানা গেছে। একজন মুখপাত্র বলেছেন, চারজন নারীকে কুকুর দিয়ে যৌন নিপীড়ন করা হয়।  এর মধ্যে এক নারী এরই মধ্যে অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে মারা গেছেন। অপর তিন নারী চিকিৎসা সহায়তা চেয়েছেন।

জানা গেছে, ১২ বছরের শিশুও জাতিসংঘের শান্তিরক্ষীদের যৌন নিপীড়নের শিকার হয়েছে। আর ফরাসি সেনারা খাবারের বিনিময়ে শিশুদের যৌনকর্মে বাধ্য করেছে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংগঠন ইউনিসেফের প্রতিবেদন সূত্রে জানা গেছে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের মাত্র একটি প্রদেশে ৯৮ শিশু শান্তিরক্ষীদের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছে।

সম্প্রতি আফ্রিকার দেশগুলোতে নিয়োজিত শান্তিরক্ষীদের বিরুদ্ধে নানা রকম যৌন নির্যাতনের অভিযোগের বিষয়টি আলোড়ন তুলেছে। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও কঙ্গো থেকে এমন নির্যাতনের খবর পাওয়া গেছে সবচেয়ে বেশি।