মক্কার পাশ থেকে সরানো হবে অপরিকল্পিত শহর

Looks like you've blocked notifications!

মক্কা নগরীর মসজিদুল হারামের (গ্র্যান্ড মসক) আশপাশের অপরিকল্পিত শহরগুলো সরিয়ে ফেলা হচ্ছে। মক্কা ও পবিত্র এলাকা উন্নয়ন সম্পর্কিত কর্তৃপক্ষের কর্মকর্তা হিশাম আল-ফালেহ এ কথা জানান। 

সৌদি গেজেট গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, কুদওয়া উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে হিশাম বলেন, ‘মক্কার আশপাশের শহরগুলোর উন্নয়নকে সরকার অধিক গুরুত্ব দিচ্ছে।’ কুদওয়া প্রকল্পের অধীনে মক্কার আশপাশের কানকারিয়া, কুদাই, আবুশিদাদেইন শহরের উন্নয়নকাজ হচ্ছে। মসজিদুল হারাম থেকে  ৬০০ কিলোমিটার দূরে কুদওয়ার অবস্থান। 

হিশাম আল-ফালেহ বলেন, ‘আমি আশাবাদী প্রকল্পের কাজ শেষ হলে কুদওয়া বিশাল সংখ্যক মানুষ ও পবিত্রস্থানে আসা ব্যক্তিদের  আকর্ষণ করবে।’ 

কুদওয়া পরিদর্শনের সময় হিশাম জানান, বিদ্যালয়, সরকারি সুবিধা স্থাপনের পাশাপাশি অন্যান্য সম্পদের উন্নয়নে কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো জানান, সৌদি ব্যবসায়ীদের জন্য এ এলাকা বিনিয়োগের জন্য বেশ ভালো হবে। এছাড়া এসব জেলার জমির মালিকদেরও উন্নয়নকাজে অংশ নেওয়ার আহ্বান জানান হিশাম। 

হিশাম বলেন, ‘উন্নয়নকাজে সব ধরনের বাধা দূর করার জন্য বেসরকারি উদ্যোগের সঙ্গেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করব।’