উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ, দাবি দক্ষিণের
উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার সকালে দেশটির উত্তর উপকূলে চালানো এই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
বিবিসির খবরে বলা হয়, প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সাংয়ের জন্মদিনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির বর্তমান নেতা কিম জং-উনের দাদা হলেন ইল সাং। চার বছর আগেও একই দিনে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। ওই পরীক্ষাও ব্যর্থ হয়।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ার খবর জানা গেলেও কী ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এবং এর পাল্লা কত, এসব তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্প্রতি মুসুদানে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়া থেকে এই দূরত্বের মধ্যেই প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটি অবস্থিত।
কোরীয় উপদ্বীপের উত্তেজনার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দেশটির বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দক্ষিণ কোরিয়ার জন্য হুমকি। এই অব্যাহত হুমকি এবং চলতি বছরের জানুয়ারিতে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে দেশটির ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।
গত মার্চে উত্তর কোরিয়া ঘোষণা করে, দেশটি এমন পরমাণু অস্ত্র তৈরি করেছে, যা ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত করা সম্ভব। তবে উত্তর কোরিয়ার বিভিন্ন দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং বিভিন্ন উসকানিমূলক কমকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। এমন কর্মকাণ্ড শুধু উত্তেজনাই বাড়াবে।