সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পূর্ব উপকূলে পানির নিচের সাবমেরিন থেকে এ পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৬টায় পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বের উদ্বেগের পরও উত্তর কোরিয়ার নতুন করে এই পরীক্ষা চালানো হলো।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ায় সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র মাত্র ৩০ কিলোমিটার দূরত্ব পারি দেয়। এই পরিপ্রেক্ষিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল না ব্যর্থ তা জানার চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ‘ইয়নহাপ’ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি মাত্র কয়েক মিনিট উড়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি তারা জানতে পেরেছে। তবে এটি উত্তর আমেরিকার কোনো দেশের জন্য হুমকি নয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্পষ্টতই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের নিষেধাজ্ঞার পরিপন্থী।
এদিকে শনিবার ফ্রান্সের পক্ষ থেকে এক ঘোষণায় উত্তর কোরিয়ার ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স।
জানা গেছে, আগামী মাসে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ৩৬ বছরের মধ্যে এমন সম্মেলন এই প্রথম। ওই সম্মেলনেই হয়তো দেশের সামরিক শক্তি ও পরমাণু অস্ত্র অর্জনের কথা জানাবেন উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং-উন।