সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচার চায় যুক্তরাজ্য

Looks like you've blocked notifications!

সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীসহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। সেইসাথে অপরাধীদের বিচারের আওতায় আনতেও বলা হয়েছে।

গতকাল সোমবার এক টুইট বার্তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হুগো সোয়াইর বলেন, ‘অধ্যাপক করিম, তনয় ফাহিম এবং জুলহাস মান্নানের অনাকাঙ্ক্ষিত হত্যার ঘটনায় গভীর বেদনা বোধ করছি। খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’

গতকাল সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের বাসায় খুন হন জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু তনয়। জুলহাজ ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। তিনি উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। পাশাপাশি সমকামী ও হিজড়াদের অধিকারবিষয়ক পত্রিকা ‘রূপবান’ সম্পাদনা করতেন।

এর আগে গত শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ১০০ গজ দূরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমকে হত্যা করে দুর্বৃত্তরা।