চাকরি হারালেন তিন রুশ সম্পাদক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠদের আর্থিক লেনদেনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে চাকরি হারিয়েছেন দেশটির আরবিসি মিডিয়া গ্রুপের তিন সম্পাদক।
রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে আলজাজিরা অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, পুতিনের ঘনিষ্ঠদের ব্যবসা-বাণিজ্য নিয়ে একাধিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আরবিসি মিডিয়া গ্রুপের পত্রিকা। এতে চাপের মুখে পড়ে তিনজন সম্পাদক পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
ওই তিন সম্পাদক হলেন আরবিসি মিডিয়া গ্রুপের প্রধান সম্পাদক এলিজাভেতা ওসেতিনস্কায়া, আরবিসির সংবাদ সংস্থার প্রধান সম্পাদক রোমান বাদানিন ও তাদের দৈনিক সংবাদপত্রের প্রধান সম্পাদক ম্যাক্সিম সোলিয়াস।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি আরবিসির পত্রিকায় যেসব প্রতিবেদন প্রকাশ করা হয়, তাতে পুতিনের জামাতার আর্থিক লেনদেনের অস্বচ্ছতার বিষয়ও তুলে ধরা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রতিবেদনগুলো প্রকাশের পর আরবিসির কার্যালয়ে অভিযান চালায় রুশ পুলিশ।
সম্পাদকদের পদত্যাগের বিষয়ে আরবিসির মহাপরিচালক নিকোলাই মলিবগ এক বিবৃতিতে বলেছেন, ‘সম্প্রতি আমরা আরবিসির অধিকতর উন্নতির ব্যাপারে আলোচনা করেছি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি। ফলে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে।’
তবে ক্রেমলিন থেকে কোনো চাপ সৃষ্টি করা হয়েছে কি না, সে বিষয়ে চাকরি হারানো তিন সম্পাদকের কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি। আর সম্পাদকদের চাপে রাখার বিষয়টি অস্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ।
শুক্রবার ওই সম্পাদকরা পদত্যাগ করার পর আরবিসির অনেক সাংবাদিক ফেসবুকে লিখেছেন, তাঁরাও শিগগিরই আরবিসির চাকরি ছেড়ে দেবেন।