বিশ্বের প্রাচীনতম চা

দুই হাজার ১০০ বছরের পুরনো বিশ্বের প্রাচীনতম চা পাতা। গত বছর আবিষ্কৃত এই চা পাওয়া গিয়েছিল প্রাচীন চীনা সম্রাটের সমাধিতে। আগামী সপ্তাহে এটি জাদুঘরে প্রদর্শিত হবে।
ডেকান ক্রনিকেল জানায়, চীনা সম্রাটের সমাধিতে পাওয়া অল্প পরিমাণ চা পাতাকে বিশ্বের প্রাচীনতম বলে দাবি করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড। আগামী ১৮ মে চীনের শানঝি প্রদেশের হানইয়াং জাদুঘরে এই চা পাতা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ২০০৫ সালে হানইয়াং প্রত্নতাত্বিক নিদর্শনে প্রথম চা পাতা পাওয়া যায়। ওই নিদর্শনে চীনা সম্রাট জিনের (১৮৮ থেকে ১৪১ খ্রিস্টপূর্ব) সমাধিস্থলে অন্যান্য জিনিসের সঙ্গে চা পাতা মেশানো ছিল। তাই চা পাওয়া গেলেও ২০১৫ সাল পর্যন্ত তা বোঝা যায়নি।
২০১৫ সালে গবেষকরা সমাধিস্থলে পাওয়া ফসিলরূপী পাতাকে চা বলে শনাক্ত করেন। চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সের গবেষকরা বলেন, সম্রাটকে সমাধিস্থ করার সময়ই চা পাতা দেওয়া হয়েছিল। এই চা পাতা পাওয়ার ফলে এটিও প্রমাণিত হয় চীনে হান শাসনামলে (২০২ খ্রিস্টপূর্ব থেকে ২২০ খ্রিস্টাব্দ) চায়ের প্রচলন ছিল। চা নিয়ে চীনের গবেষণারও বেশ গুরুত্বপূর্ণ অর্জন ছিল এই তথ্য।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের কর্মকর্তা রোয়ান সাইমনস বলেন, উল্লিখিত চা কে চলতি বছরের ৬ মে এ পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের প্রাচীনতম চা পাতা হিসেবে সনদ প্রদান করা হয়।
গবেষকদের মতে, প্রাচীনকাল থেকেই চীনে চা পানের প্রচলন ছিল। ওই সময় পানীয়, খাবার ও ভেষজ ওষুধ হিসেবে চা ব্যবহার হতো।