তুরস্কের নতুন প্রধানমন্ত্রী বিন আলী ইলদিরিম
তুরস্কের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন একে পার্টির জেষ্ঠ্য নেতা বিন আলী ইলদিরিম। তিনি দীর্ঘ সময় ধরে দেশটির পরিবহনমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে রয়টার্স।
একে দলের দলটির মুখপাত্র ওমর সেলিক জানিয়েছেন, দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত ও নির্বাহী বোর্ডের এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে মতভেদের জের ধরে রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আহমেদ দাতোতগলু।
এরপর থেকে দেশটির প্রধানমন্ত্রীর পদ ফাঁকা থাকার পর দল থেকে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হলো।
ইলদিরিম ছাড়াও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন দেশটির জ্বালানিমন্ত্রী বেরিত আভবাইরাক। বেরিত হলেন প্রেসিডেন্ট এরদোয়ানের বড় মেয়ে এসরার স্বামী।