থাইল্যান্ডে স্কুলে আগুন, ১৮ ছাত্রী নিহত

Looks like you've blocked notifications!
থাইল্যান্ডে প্রাথমিক বিদ্যালয়ে আগুন। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের প্রদেশ চিয়াং রাইয়ের একটি আবাসিক স্কুলে অগ্নিকাণ্ডে ১৮ জন ছাত্রী নিহত হয়েছে। এদের সবার বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ক্যাপটেন কিচর্নসাক পংহিট বলেন, রোববার রাতে আগুনের ঘটনার পর থেকে এ পর্যন্ত ১২ জনের বেশি নিখোঁজ রয়েছে।

ঠিক কী কারণে আগুন লাগল তা বের করার চেষ্টা করছে তদন্তকারীরা। স্থানীয় সময় গতকাল রাত ১১টার দিকে বেসরকারি পিতাকিয়াটুইত্তায়া ক্রিশ্চিয়ান এলিমেন্টারি স্কুলে এ আগুন লাগে। এ সময় স্কুলের হোস্টেলে ৩৮ জন শিশু ঘুমাচ্ছিল।

ফেসবুক বার্তায় একটি ছবি পোস্ট করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণে আগামী শুক্রবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। স্কুলটিতে পাহাড়ি উপজাতিদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়ে থাকে।

বাবা-মায়েরা সোমবার সকালে স্কুলের দিকে ছুটে গেছেন। স্কুলের ব্যবস্থাপক রেওয়াত ওসানা সিএনএনকে বলেন, ‘এখানে খুব শোরগোল চলছে। আমরা মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করছি। বাবা-মায়ের কেউ এখনো মৃতদেহ শনাক্ত করেননি।’