বাংলাদেশ-আসাম সীমান্ত সিল করার নির্দেশ দিলেন রাজনাথ সিং

বাংলাদেশ-আসাম সীমান্ত পুরোপুরি সিল করার নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আগামী বছর জুন নাগাদ এই সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা বলেন তিনি। গতকাল বৃহস্পতিবার ভারতের এক বৈঠকে রাজনাথ সিং এ নির্দেশ দেন।
গতকাল বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং সীমান্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রাজনাথ সিংয়ের বৈঠক হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওই বৈঠকেই আসাম রাজ্যে থাকা বাংলাদেশ-ভারত সীমান্ত সিল করে দেওয়ার বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আসাম রাজ্যে ২২৩ দশমিক ৭ কিলোমিটারজুড়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। ২০১৭ সালের জুন মাসের মধ্যে এই দীর্ঘ সীমান্ত পুরোপুরি বন্ধ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়, আসামে থাকা বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে যথেষ্ট সময় লাগবে ধরে নিয়েই আগামী এক বছরের মধ্যে এই সীমান্ত সিল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আসামের বিধানসভা নির্বাচনের আগে ওই রাজ্যের বাংলাদেশ-ভারত সীমান্ত সিল করে দেওয়ায় প্রতিশ্রুতি দেয় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। নির্বাচনে জয় পেয়ে আসাম রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছে। এর পরই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রাথমিক তৎপরতা শুরু করেছে বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার।