মথুরা জ্বলছে, আর প্রমোদভ্রমণে সাংসদ হেমা!

Looks like you've blocked notifications!
মথুরায় সংঘর্ষের দিনে এই ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন হেমা মালিনী। ছবি : এনডিটিভি

রোম যখন পুড়ছিল, তখন বাঁশি বাজাচ্ছিলেন ইতালির রাজা নিরো। সুপ্রাচীন এই ঘটনাটিকে শাসকের দায়িত্বজ্ঞানহীনতা বোঝাতে এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়। সম্প্রতি ভারতের সংবাদমাধ্যমগুলো দেশটির একজন সাংসদের দায়িত্বজ্ঞানহীনতা বোঝাতে এই উপমাটি ব্যবহার করছে।

যাকে নিয়ে এত কথা, তিনি এককালের ‘ড্রিম গার্ল’ নায়িকা হিসেবে খ্যাত হেমা মালিনী। ভারতের উত্তরপ্রদেশের মথুরার বিজেপির সাংসদ তিনি।

গতকাল মথুরার জওয়াহারবাগ এলাকায় পুলিশ ও দখলকারীদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৪ জনের। এনডিটিভির খবর অনুযায়ী, ঘটনায় প্রাদেশিক তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। হস্তক্ষেপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও। ঠিক সেই সময় টুইটারে প্রমোদভ্রমণের ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন সেখানকারই সাংসদ হেমা মালিনী।

যখন তাঁর নির্বাচনী ক্ষেত্র উত্তপ্ত, তখন এই ছবি পোস্ট করায় তাঁর সমালোচনাও শুরু করে দেন অনেকে। টুইটারে ধেয়ে আসে কটাক্ষ। পরে ছবিগুলো ডিলিট করে দেন ড্রিম গার্ল। কিন্তু শেষ রক্ষা হয়নি। অনেকেই তাঁকে আখ্যা দিচ্ছেন ভারতের নিরো হিসেবে।