সমুদ্রে হারিয়ে ৬৬ দিন পর উদ্ধার

Looks like you've blocked notifications!
সমুদ্রে নিখোঁজ থাকার পর উদ্ধার পাওয়া যুক্তরাষ্ট্রের লুইস জর্ডান। ছবি : এএফপি

না, রবিনসন ক্রুশোর গল্প পড়ছেন না আপনি। কোনো দুঃসাহসী অভিযাত্রীর সাগরের ভ্রমণকাহিনীও নয়। একেবারে সাধারণ একজন মানুষের সমুদ্রে হারিয়ে যাওয়া আর গল্পকেও মিথ্যা করে ফিরে আসার ঘটনা এটি।

৬৬ দিন ধরে নিখোঁজ ছিলেন যুক্তরাষ্ট্রের লুইস জর্ডান। গত ২৯ জানুয়ারি ফ্লোরিডার উপকূলে মাছ ধরতে গিয়ে হারিয়ে যান তিনি।

গতকাল বৃহস্পতিবার মার্কিন কোস্টগার্ডের এক বিবৃতির বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানায়, জার্মানির হস্টোন এক্সপ্রেস নামের একটি তেলবাহী ট্যাংকার নর্থ ক্যারোলিনা উপকূল থেকে প্রায় ২০০ মাইল দূরে লুইসের নৌকাটিকে সমুদ্রের স্রোতের তোড়ে ভেসে যেতে দেখে। নৌযানটি উল্টে গিয়েছিল এবং তাঁকে এর খোলে বসা অবস্থায় পাওয়া যায়। এরপর তাঁকে উদ্ধার করে হেলিকপ্টারে ভার্জিনিয়ার নরফোকের একটি হাসপাতালে পাঠানো হয়।

লুইস কর্তৃপক্ষকে জানিয়েছেন, হাত দিয়ে মাছ ধরে খেয়ে ও বৃষ্টির পানি পান করে বেঁচে ছিলেন তিনি।

তাঁর বাবা ফ্র্যাংক জর্ডান সিএনএনকে জানান, লুইসকে জীবিত ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন। তবে ছেলের নৌকাটি কী কারণে উল্টে যায় তা জানতে পারেননি তিনি।