ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দুতের্তে

Looks like you've blocked notifications!
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্যালেস রিজাল হলে বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রদ্রিগো দুতের্তে। ছবি : সংগৃহীত

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মাভেরিক রদ্রিগো দুতের্তে। আগামী ছয় বছরের জন্য দেশটির সরকার পরিচালনা করবেন তিনি। 

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্যালেস রিজাল হলে শপথবাক্য পাঠ করেন রদ্রিগো। দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি বিয়েনভেনিদো রিয়েস তাঁকে শপথবাক্য পড়ান।  

প্রতিবেদনে বলা হয়, রদ্রিগো দুতের্তের কৌশল দেশটির অর্থনৈতিক চাকার গতি বাড়াতে নতুন উদ্যম সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পুনর্বহালের ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি অপরাধী পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির অনুমতি দিতে চান তিনি। এর ফলে এশিয়ার এই গণতান্ত্রিক দেশে নাগরিকদের মধ্যে মৃত্যু আতঙ্ক সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে মানবাধিকার লঙ্ঘিত হতে পারে বলেও শঙ্কা তাঁদের।

দীর্ঘদিন ধরে ফিলিপাইনের ডাভাও নগরীর মেয়রের দায়িত্ব পালন করেছেন ৭১ বছর বয়সী সাবেক আইনজীবী রদ্রিগো দুতের্তে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত ৯ মে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তিনি।