ছোট বোনের জন্য পাত্র খুঁজছেন কিম জং-উন
ছোট বোনের বিয়ে দেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এ জন্য পাত্র খুঁজছেন তিনি। এমন খবর সম্প্রতি আন্তর্জাতিক কয়েকটি ট্যাবলয়েডে দেখা যায়। বিশ্বের সবচেয়ে সমালোচিত রাষ্ট্রনেতার বোনের বিয়ে আলোচনা তো হবেই। পাত্রের জন্য বিভিন্ন শর্তের কথাও জানিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম।
জানা গেছে, এরই মধ্যে ছোট বোন কিম ইয়ো-জংয়ের পাত্রের জন্য বেঁধে দেওয়া কিম জং-উনের শর্তের মধ্যে আছে, বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি ও সামরিক বাহিনীতে কাজের অভিজ্ঞতা। এ ছাড়া পাত্রের উচ্চতা হবে ৫ ফুট ১০ ইঞ্চি।
কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এরই মধ্যে বোনের জন্য ৩০ জন পাত্র বাছাই করেছেন কিম জং-উন। এখন এদের মধ্য থেকেই খুঁজে নেওয়া হবে একজনকে।
যুক্তরাজ্যের ট্যাবলয়েড পত্রিকা ‘সানে’র প্রতিবেদনে বলা হয়, ২৯ বছর বয়সী কিম ইয়ো-জং শুধু ভাইয়ের পরিচয়েই পরিচিত নয়। তিনি একই সঙ্গে উত্তর কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী নারী। ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আছেন ইয়ো-জং।
১৯৮৭ সালে জন্ম নেওয়া কিম ইয়ো-জং ভাই কিম জং-উনের চেয়ে চার বছরের ছোট। ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত চার বছর সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন দুজন। ধারণা করা হয়, সুইজারল্যান্ড থেকে ফিরে কিম ইল সাং সামরিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন কিম ইয়ো-জং। তিনি সেখান থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নেন। ২০১০ সালে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তাঁকে প্রথম জনসমক্ষে দেখা যায়।