৩০টি লাল আঙ্গুরের দাম আট লাখ টাকা!

Looks like you've blocked notifications!
রুবি রোমান্স প্রজাতির লাল আঙ্গুর। এভাবেই প্যাকেট করা অবস্থায় বিক্রি হয় জাপানের সুপারশপগুলোতে। ছবি : সংগৃহীত

মাত্র ৩০টি লাল আঙ্গুর। অন্য সব আঙ্গুরের মতোই দেখতে। তবে রসে টসটসে এই ৩০টি আঙ্গুরের দাম শুনলে আঁতকে উঠবেন। ভালোভাবে দেখতে চাইবেন আঙ্গুরগুলো।

কারণ এই ৩০টি আঙ্গুর বিক্রি হয়েছে পুরো ১১ হাজার ডলারে। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় আট লাখ ৬২ হাজার টাকারও বেশি। আর এই অদ্ভুত ঘটনা ঘটেছে জাপানে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে প্রায়ই ফলের দাম এরকম অস্বাভাবিক হয়ে ওঠে। কারণ কখনো কখনো ফল খাওয়াকে দেশটিতে দেখা হয় সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে।

পশ্চিম জাপানে সুপারমার্কেটের একজন মালিক এসব ফল কিনেছেন। এতে একটি আঙ্গুরের দাম পড়েছে প্রায় ৩৬০ ডলার।

এমনিতেই অত্যন্ত সুমিষ্ট হিসেবে রুবি রোমান্স প্রজাতির আঙ্গুরের সুনাম রয়েছে। মৌসুমের একেবারে শুরুর দিকে এই ফলটি প্রথম বাজারে আসে। আর সেগুলোই কিনে নিয়েছেন ব্যবসায়ী তাকামারু কোনিশি।

কোনিশি বলেন, ‘এগুলো আমার কাস্টমারদের খেয়ে দেখার জন্য। তাদের দেওয়ার আগে দোকানের ডিসপ্লেতে রাখব।’
 
১১ হাজার ডলার দিয়ে আঙ্গুর কিনতে পেরে ভীষণ খুশি কোনিশি। পাশাপাশি সম্মানিত বোধ করছেন বলেও জানালেন তিনি।

মৌসুমের শুরুর দিকে বাজারে যেসব ফল আসে, সেগুলো অস্বাভাবিক দামে কিনতেও দ্বিধা করেন না জাপানিরা। এই ফল তাঁরা তাঁদের চেয়েও সামাজিক মর্যাদাপূর্ণ বা ক্ষমতাবান লোকদের উপহার হিসেবে দিয়ে থাকেন। যেমন অফিসের বস।