৬৫ বছর বয়সে ৪ সন্তান গর্ভধারণ
সর্বশেষ মা হয়েছিলেন ১০ বছর আগে। সবকিছু ঠিকঠাক থাকলে দুই-তিন মাস পর আবারো সন্তানের মা হতে যাচ্ছেন জার্মানির অ্যানাগ্রেট রাউনিক। পাঠক হয়তো ভাবছেন, এ কোনো খবর হলো নাকি? কিন্তু যদি বলা হয়, ৬৫ বছর বয়সে একসঙ্গে চার সন্তানের জন্ম দিতে যাচ্ছেন এই নারী! চক্ষু নিশ্চয়ই ছানাবড়া হবে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সবচেয়ে বেশি বয়সে গর্ভধারণ করে দুনিয়াজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন পেশায় ভাষাশিক্ষক ওই নারী। কিন্তু এত বয়সে তাঁর এই গর্ভধারণ নিয়ে প্রশ্ন থেকেই যায়। এটা কি স্বেচ্ছায়, নাকি বিশেষ কারণে? উত্তরটা আছে তাঁর নয় বছর বেশি ছোট মেয়ের কাছে। মায়ের কাছে একজন ভাই কিংবা বোন চেয়েছিল সে। কিন্তু মা হয়তো এর চেয়ে বড় প্রতিদান দেবে তাকে।
‘চিকিৎসক যখন জানালেন ওরা চারজন, তখন একটু ভাবনায় পড়ে যাই,’ বললেন অ্যানাগ্রেট। কিন্তু ‘ব্যাপারটা কি ভালো হচ্ছে?’ জবাবে তাঁর সাবলীল উত্তর, ‘আমি বলব, এ ব্যাপারে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে।’ এসব প্রশ্নের জবাব দিতে আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকার দেওয়ারও কথা আছে অ্যানাগ্রেটের।
এতক্ষণ বলাই হয়নি। এক দশক আগে ১৩তম সন্তানের জন্ম দিয়েছিলেন অ্যানাগ্রেট রাউনিক। সাতজন নাতি-নাতনিও আছে তাঁর।

অনলাইন ডেস্ক