সিংহাসন ছাড়ার ঘোষণা দিলেন জাপানের সম্রাট

Looks like you've blocked notifications!
জাপানের সম্রাট আকিহিতো। ছবি : এএফপি

জাপানের সম্রাট আকিহিতো শিগগিরই সিংহাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন এনএইচকে এ তথ্য জানিয়েছে।

৮২ বছর বয়সী সম্রাট সম্প্রতি বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। দায়িত্ব পালনে কম সময় দেওয়ার চেয়ে তিনি সম্রাট হিসেবে সরে যাবেন বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, ২৭ বছর ধরে সম্রাট আকিহিতো রাষ্ট্রপ্রধানের দায়িত্বে রয়েছেন। আধুনিক জাপানের ইতিহাসে সম্রাটের সরে যাওয়ার সিদ্ধান্ত অভূতপূর্ব ঘটনা।

আকিহিতোর বড় ছেলে যুবরাজ নারুহিতো (৫৬) সিংহাসনে আরোহন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

১৯৮৯ সালে বাবা হিরোহিতোর স্থলাভিষিক্ত হন সম্রাট আকিহিতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উগ্র জাতীয়তাবাদ থেকে রাজতন্ত্র দূরে রাখায় হিরোহিতো প্রশংসিত হয়েছিলেন।

২০১১ সালে ফুকুশিমায় প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামির পর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন সম্রাট আকিহিতো, যা কখনো দেখা যায় না।

বার্তা সংস্থা এপির মতে, জাপানের সিংহাসন থেকে জীবিত সম্রাটের সরে দাঁড়ানোর ঘটনা সবশেষ ২০০ বছর আগে ঘটেছিল।