তুরস্কজুড়ে গণতন্ত্রপন্থীদের মিছিল
তুরস্কে সেনাবাহিনীর একটি অংশের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার একদিন পরই দেশজুড়ে গণতন্ত্রপন্থীরা মিছিল করেছে। ইস্তাম্বুলসহ তুরস্কের বড় শহরগুলোতে জড়ো হয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমর্থক ও গণতন্ত্রপন্থীরা।
বিবিসি জানায়, গত শুক্রবার রাতের তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সমর্থকদের রাস্তায় নেমে বিক্ষোভের আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে রাজধানী আঙ্কারা এবং বড় শহর ইস্তাম্বুলে সেনাবিরোধী বিক্ষোভ করে অভ্যুত্থানচেষ্টা অনেকাংশেই রুখে দেয় এরদোয়ান সমর্থকরা।
তুরস্কে অভ্যুত্থানচেষ্টায় ১০৫ জন সেনাসদস্য নিহত হন। পুলিশসহ সাধারণ মানুষ নিহত হয়েছেন ১৬১ জন। আহত হয়েছেন এক হাজার ৪৪০ জন।
অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর এর সঙ্গে জড়িত সন্দেহে প্রায় তিন হাজার সেনাকে আটক করা হয়েছে। পদচ্যুত হয়েছেন অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা। এ ছাড়া তুরস্কের প্রায় দুই হাজার ৭০০ বিচারককে বরখাস্ত করা হয়েছে।
অভ্যুত্থানচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাসরত তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনকে দায়ী করেন এরদোয়ান। তবে গুলেন এই দাবি নাকচ করে দেন এবং অভ্যুত্থানচেষ্টার নিন্দা জানান।
ফেতুল্লা গুলেনকে যুক্তরাষ্ট্র থেকে তুরস্কে পাঠানোর দাবি জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গুলেনের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার যথেষ্ট প্রমাণ দিতে বলা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আইন মেনে অভ্যুত্থানচেষ্টার তদন্ত করার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের তুরস্কে কোনো ভ্রমণে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।