ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প নিজের প্রচারে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর মাইক পেন্সের নাম ঘোষণা করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে এক হোটেলে তিনি মাইক পেন্সের নাম ঘোষণা করেন।
বিবিসি জানায়, ৫৭ বছর বয়সী ইন্ডিয়ানার গভর্নর সামাজিক-রক্ষণশীলতার জন্য পরিচিত। আর শনিবার নাম ঘোষণার সময় নিজের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ‘নির্ভেজাল’ মানুষ বলেন ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, পেন্সই তাঁর পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন। তিনি আরো বলেন, ‘আমি এমন একজনকে পরিচয় করে দিচ্ছি, যিনি সব দিক থেকেই অসাধারণ এবং তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট।’
গতকাল শনিবার ম্যানহাটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে ওঠেন মাইক পেন্স। ওই সময় ট্রাম্পকে ‘ভালো মানুষ’ এবং ‘যুক্তরাষ্ট্রের মহান প্রেসিডেন্ট হবেন’ বলে মন্তব্য করেন তিনি।
মাইক পেন্সের নাম ঘোষণার জন্য আয়োজিত ম্যানহাটনের অনুষ্ঠান নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে। বিবিসি জানায়, ম্যানহাটনের অনুষ্ঠানে পেন্সকে দাঁড় করিয়ে ডোনাল্ড ট্রাম্প আধা ঘণ্টার বেশি সময় ধরে নিজের সম্পর্কে কথা বলেন। ওই সময় ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনেরও সমালোচনা করেন ট্রাম্প।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে অনুষ্ঠেয় রিপাবলিকান দলের সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলের সমর্থন দেওয়া হবে। এরই মধ্যে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করেছেন ট্রাম্প।