চিনে টাইফুনের আঘাতে ৮৩ জনের মৃত্যু

চিনের পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশে গ্রীষ্মমণ্ডলীয় শক্তিশালী ঝড়ের আঘাতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ কমপক্ষে ১৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সূত্রে আজ সোমবার রয়টার্স জানায়, এক সপ্তাহ আগে ‘টাইফুন নেপারতাক’ নামে ঘূর্ণিঝড়ের আঘাতে দেশের ফুজিয়ান প্রদেশে প্রায় ১০ হাজার ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়|
এ সময় ওই প্রদেশে আরও নানা অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সরকারি তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে দেশটির সরকার।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, টাইফুনে দেশটিতে ৮৩ জনের মৃত্যু এবং ১১ শহরে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়। এছাড়া শক্তিশালী এই টাইফুনের কারণে পূর্ব চিনের ফুজিয়ান প্রদেশে ৭.১ বিলিয়ন ইউয়ান অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
সিনহুয়া জানায়, টাইফুনে ফুজিয়ান প্রদেশে ক্ষয়ক্ষতি এড়াতে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় দেশটির উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা হুয়াং শিভাংকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে দায়িত্বে অবহেলার জন্য নিম্ন পদস্থ আরো দুজনকে বরখাস্ত করা হয়।
এদিকে টাইফুন আক্রান্ত এলাকায় ত্রাণ সহায়তার লক্ষ্যে ইতিমধ্যে ১৭০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে প্রাদেশিক সরকার।