ইস্তাম্বুলের মেয়রের মাথায় গুলি
অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন তুরস্কের ইস্তাম্বুলের ডেপুটি মেয়র সেমিল কানদাস। নিজের কার্যালয় সিটি হলে গুলিবিদ্ধ হওয়ার পর বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রাচীন এই নগরীর সিসলি জেলায় এ ঘটনা ঘটে।
সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর থেকেই অস্থির হয়ে আছে তুরস্ক। সেই অস্থিরতার মধ্যেই সোমবার দেশটির ইস্তাম্বুল শহরের ডেপুটি মেয়র গুলিবিদ্ধ হলেন।
গুরুতর আহত সেমিল কানদাস দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) একজন গুরুত্বপূর্ণ নেতা। দলটি তুরস্কের অন্যান্য রাজনৈতিক দলের মতোই সেনা অভ্যুত্থানচেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে।
তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, ডেপুটি মেয়রের মাথায় গুলি লেগেছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গত শুক্রবারের সেনা অভ্যুত্থানচেষ্টার সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
এদিকে বিবিসি জানিয়েছে, সোমবার তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দেশটির তিন লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিলের ঘোষণা দেওয়ার পর ইস্তাম্বুলের মেয়রকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটল।
এর আগে বিদ্রোহীদের ‘ভাইরাস’ হিসেবে উল্লেখ করে রাষ্ট্র থেকে মুছে ফেলার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবারের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত সন্দেহে তুরস্কের আট হাজার পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দেশটির বিচার বিভাগের সদস্য ও সেনাবাহিনীর জেনারেলসহ আরো অন্তত ছয় হাজার জনকে আটক করেছে।
ওই দিন সেনা বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে ২০০ জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে দাবি করা হয়েছে। এ ঘটনার জেরে গোটা তুরস্কে উত্তেজনা রয়েছে। যদিও সরকারের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।