পুষ্প কমল দহল ফের নেপালের প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে সংবাদকর্মীদের উদ্দেশে হাত নাড়ছেন পুষ্প কমল দহল। ছবি : রয়টার্স

নেপালের মাওবাদী দলের প্রধান পুষ্প কমল দহল (যিনি প্রচণ্ড নামেও পরিচিত) দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন। আজ বুধবার নেপালের পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আইনপ্রণেতাদের মধ্যে পুষ্প কমল দহলের পক্ষে ভোট দেন ৩৬৩ জন এবং বিপক্ষে দেন ২১০ জন। দেশের সবচেয়ে বড় দল নেপালি কংগ্রেসের সমন্বয়ে গঠিত জোট সরকারের নেতৃত্ব দেবেন দহল। আজ রাতে দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ে শপথ নেবেন তিনি।

নেপালের পার্লামেন্টের স্পিকার ওনসারি ঘারতি ফলাফল ঘোষণা দিয়ে বলেন, ৫৯৮ জন আইনপ্রণেতাদের মধ্যে ৫৭৩ জন ভোট দিয়েছেন। বিদায়ী প্রধানমন্ত্রী কেপি ওলির নেতৃত্বাধীন নেপালের ঐক্যবদ্ধ মার্কসবাদী-লেনিনবাদী কমিউনিস্ট (সিপিএন-ইউএমএল) ও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি-নেপাল এর বিপক্ষে ভোট দেয়।

সাত বছর ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দহল নেপালের প্রধানমন্ত্রী হলেন পুষ্প কমল দহল।