নেপালে বাস নদীতে, ১৭ ভারতীয় তীর্থযাত্রী নিহত

Looks like you've blocked notifications!
কাঠমান্ডুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার তৎপরতা চলছে। ছবি : রয়টার্স

নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে পর্বতের ভেতর দিয়ে যাওয়া মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। তাঁরা সবাই ভারতীয় তীর্থযাত্রী। আহত হয়েছেন ২৭ জন। নেপালের পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা তেজেন্দ্র বলেন, কাঠমান্ডুর ১৬ কিলোমিটার পশ্চিমে প্রিথভি মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ মিটার নিচে একটি নদীতে পড়ে যায়। এতে আহতদের কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ আর পাঁচজন নারী। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, বাসটিতে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরগামী হিন্দু তীর্থযাত্রীরা ছিলেন। তাঁরা বাড়ি ফেরার উদ্দেশে কাঠমান্ডু ছাড়ছিলেন। এ দুর্ঘটনার কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।