থাইল্যান্ডে সিরিজ বোমা হামলায় চারজন নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/12/photo-1470978919.jpg)
থাইল্যান্ডের পর্যটন অঞ্চলসহ চারটি স্থানে সিরিজ বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়ছেন আরো অনেকে।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এসব বোমা হামলা হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী ব্যাংককের ২০০ কিলোমিটার দূরবর্তী অবকাশকেন্দ্র হুয়া হিন দুটি বোমা হামলা হয়। এতে এক নারী নিহত হন। আহত হন নয় বিদেশি পর্যটকসহ ২০ জন। আজ শুক্রবার সকালে একই এলাকায় দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে এক ব্যক্তি নিহত হন।
শুক্রবার সকালে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন এলাকা ফুকেটে দুটি বোমা হামলার ঘটনা ঘটে। এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অপর দুটি বোমা হামলা হয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ত্রাং ও সুরাট থানি প্রদেশে। প্রতিটি হামলায় একজন করে নিহত হন।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানায়, বৃহস্পতিবার রাতে হুয়া হিন প্রদেশের গাছের টবের মধ্যে বোমা লুকিয়ে রাখা হয়। ৩০ মিনিটের ব্যবধানে বোমা দুটির বিস্ফোরণ ঘটে।
হুয়া হিন পুলিশ কর্তৃপক্ষ এএফপিকে জানায়, মুঠোফোনের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, হামলায় আহতদের মধ্যে আছেন জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার নাগরিক।
অস্ট্রেলিয়ার নাগরিক মাইকেল এডওয়ার্ডস এএফপিকে বলেন, একটি গেস্টহাউসের কাছে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়। প্রচণ্ড শব্দে এটি বিস্ফোরিত হয়। সব জায়গা থেকেই মানুষ সেখানে ছুটে যাচ্ছিল।
বোমা হামলাকারী এবং এমন হামলার কারণ খুঁজতে তদন্ত চালাচ্ছে থাই কর্মকর্তারা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই এসব হামলা চালানো হয়েছে। আমাদের আতঙ্কিত হওয়া চলবে না।’
থাইল্যান্ডে গত বছরের বোমা হামলার এক বছর পূর্ণ হওয়ার মাত্র পাঁচ দিন আগে আবার সিরিজ বোমা হামলার ঘটনা ঘটল। গত বছর ১৭ আগস্ট থাইল্যান্ডের একটি পর্যটন এলাকায় স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বোমা হামলায় ২০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন চীনের নাগরিক। ওই হামলায় অভিযুক্ত চীনের উইঘুর জাতির দুই ব্যক্তির বিচার আগামী মাসে শুরু হওয়ার কথা।