যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার বন্যায় তিনজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ভয়াবহ বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। বন্যায় ডুবে যাওয়া অঙ্গরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড ও জরুরি বিভাগের কর্মীরা হেলিকপ্টার ব্যবহার করে বন্যায় ডুবে যাওয়া এলাকা থেকে মানুষকে উদ্ধার করছেন। আর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনো অভিযান চলছে।
গত শুক্রবার থেকে লুইজিয়ানায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত সেখানে ৪৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। লুইজিয়ানার রাজধানী ব্যাটন রুজে ২৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। নিউ অরলিয়ন্স শহরে বৃষ্টি হয়েছে ৬ সেন্টিমিটার।
লুইজিয়ার গভর্নর জন বেল এডওয়ার্ড গত শুক্রবার অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। গতকাল শনিবার তিনি বলেন, এখনো খারাপ আবহাওয়া চলছে। তাই সহায়তা প্রদানও অব্যাহত রাখা হয়েছে।
গভর্নর এডওয়ার্ড বলেন, লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যের কয়েকটি নদীর পানি বেড়েছে। ধারণা করা হচ্ছে, এবারের পানি বৃদ্ধি আগের সর্বোচ্চ রেকর্ড ৪ ফুট ছাড়িয়ে যাবে।
বিবিসি জানায়, পরিবারসহ গভর্নর জন বেল এডওয়ার্ডকেও উদ্ধার করেন জরুরি বিভাগের কর্মীরা।
স্থানীয় বাসিন্দা শানিটা অ্যানগ্রাম (৩২) বার্তা সংস্থা এপিকে বলেন, পরিবারসহ তিনি বাড়িতে আটকা পড়েন। ওই সময় প্রচুর সাপ দেখতে পান তিনি। উদ্ধারের আগে সব সময় পরিবারের সবার সুস্থতা কামনায় প্রার্থনা করেন অ্যানগ্রাম।
লুইজিয়ানার পাশের দুই অঙ্গরাজ্য আলাবামা ও মিসিসিপিতেও বন্যা দেখা দিয়েছে।
এর আগে ২০১১ সালে লুইজিয়ানায় ভয়াবহ বন্যা হয়। আর ২০০৫ সালে নিউ অরলিয়ন্সে ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাত ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ওই ঘটনায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়। বাস্তুচ্যুত হয় ১০ লাখ মানুষ।