যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে তিন দম্পতি নিহত

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন দম্পতি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার অঙ্গরাজ্যের টুসকালুসা বিমানবন্দরে রানওয়ের ঠিক পাশে বিমানটি বিধ্বস্ত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি থেকে একটি বিপদ সংকেত এসেছিল।
বিবিসি জানিয়েছে, বিবাহিত তিন দম্পতি ফ্লোরিডায় একটি সম্মেলনে যোগদান শেষে মিসিসিপি অঙ্গরাজ্যের অক্সফোর্ডে ফিরছিলেন।
অক্সফোর্ডের ইগল সংবাদপত্র জানিয়েছে, তিন দম্পতির মৃত্যুতে ১১ শিশু এতিম হয়েছে। এরা কেউ বিমানে ছিল না।
টুসকালুসার পাশে নর্থপোর্ট শহরের মেয়র ববি হের্নডন জানান, স্থানীয় সময় ১১টা ১০ মিনিটে এটা বিপদ সংকেত পাঠায়।
বিমানবন্দরের পাশে গাছের মধ্যে বিমানটি আছড়ে পড়ে এবং এর তিন মিনিট পরই সেখানে উদ্ধারকর্মীরা যান। তবে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহতদের মধ্যে জেসন ও লিয়া ফারেসি নামের দুই দন্ত চিকিৎসক রয়েছেন।