গুয়ানতানামো থেকে সর্বোচ্চসংখ্যক বন্দি স্থানান্তর

কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে বন্দিশিবির থেকে ১৫ জনকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এই বন্দিশিবির থেকে এটিই সর্বোচ্চসংখ্যক স্থানান্তর।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, স্থানান্তরকৃত বন্দিদের মধ্যে ১২ জন ইয়েমেন এবং বাকি তিনজন আফগানিস্তানের নাগরিক। এই স্থানান্তরের মধ্য দিয়ে গুয়ানতানামো বে বন্দির সংখ্যা কমে ৬১-তে দাঁড়াল।
বিবিসির খবরে বলা হয়, কোনোরকম অভিযোগ ছাড়াই অধিকাংশ বন্দি এক দশক ধরে কারাগারে ছিল। নিজ মেয়াদ শেষ হওয়ার আগেই এই বন্দিশিবির বন্ধ ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসও গুয়ানতানামোর বাকি বন্দিদের স্থানান্তরের পক্ষে। তবে মার্কিন কংগ্রেস এর বিরোধিতা করেছে।
স্থানীয় সময় সোমবার পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, গুয়ানতানামো বে বন্দিশিবির বন্ধে যুক্তরাষ্ট্রের মানবিক বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের সমর্থনের জন্য ধন্যবাদ।
এর আগে গত এপ্রিলে গুয়ানতানামোর নয় বন্দিকে সৌদি আরব পাঠানো হয়।
কিউবার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন এক নৌঘাঁটিতে অবস্থিত গুয়ানতানামো বন্দিশিবির। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর বিদেশি সন্ত্রাসীদের আটক রাখতে শিবিরটি খোলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। একসময় গুয়ানতানামোতে ৭০০ জনের বেশি বন্দি ছিল। প্রতিবছর বন্দিশিবিরটি চালাতে ৪৪ কোটি মার্কিন ডলারের বেশি খরচ হয়।
গুয়ানতানামো বন্ধের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে কংগ্রেসে প্রস্তাব ওঠায় হোয়াইট হাউস।