ইমামসহ দুই বাংলাদেশি হত্যায় একজনের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বাংলাদেশি ইমাম এবং তাঁর সহকারী হত্যার ঘটনায় অস্কার মোরেল নামে এক মার্কিনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর পাশপাশি তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে।
স্থানীয় সময় গত রোববার রাত ১১টায় পূর্ব নিউইয়র্কের ৭৫ প্রিসিন্ট এলাকা থেকে অস্কার মোরেলকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয় সময় গত শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কের ওজোন পার্কের কুইন্স এলাকার অংশে পেছন থেকে গুলি করে বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আখঞ্জী (৫৫) ও তাঁর সহকারী তারা উদ্দিনকে (৬৪) হত্যা করা হয়। জোহরের নামাজ শেষে কুইন্সের আল-ফুরকান জামে মসজিদ থেকে ফিরছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে বন্দুক হাতে পালিয়ে যেতে দেখেন। ইমাম আলাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর তারা উদ্দিনের মৃত্যু হয়।
দুই বাংলাদেশি নিহতের ঘটনাকে অনেক নিউইয়র্কবাসী বিদ্বেষমূলক হামলা বলে দাবি করেন। আর এমন হামলার জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেন।
গত রোববার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বর্ণনা নিয়ে হত্যাকারীর স্কেচ তৈরি করেছে পুলিশ। ওই স্কেচসংবলিত পোস্টার নিউইয়র্কের বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে। পরে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনওয়াই ডেইলি নিউজ বাংলাদেশি ইমাম ও তাঁর সহকারী হত্যার ভিডিও প্রকাশ করে। ঘটনাস্থলের কাছের একটি ভবনের সিসিটিভি ফুটেজে অস্পষ্টভাবে হত্যার ঘটনাটি দেখা যায়।
গত রোববার এক বিবৃতিতে নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও বলেন, ‘মাওলানা আখঞ্জী ও তারা উদ্দিনকে হত্যার পেছনের কারণ সম্পর্কে আমরা এখনো জানি না। আমরা জানি যে মুসলমান কমিউনিটি ধর্মান্ধতার ধারাবাহিক লক্ষ্যবস্তু।’