টাকা খুইয়ে সৌভাগ্যবান যাঁরা

Looks like you've blocked notifications!

শাপে বর বোধ হয় একেই বলে। এভারেস্টে চড়তে সপ্তাহখানেক আগে হিমালয়কন্যা নেপালে পাড়ি জমিয়েছিলেন নয় গ্রিক পর্বতারোহী। সবকিছুই ঠিকঠাক চলছিল। এরই মধ্যে দলের গাইড শেরপা টাকা-পয়সা নিয়ে পগারপার। তাই এভারেস্টে না উঠেই দেশে ফিরে আসেন ওই নয় গ্রিক পর্বতারোহী। এএফপির খবর।

তখন মন খারাপ থাকলেও এখন নিশ্চয়ই ওই প্রতারক শেরপাকে ধন্যবাদ দিচ্ছেন তাঁরা। দেবেন নাই বা কেন? ওই শেরপার জন্যই তো বলতে গেলে প্রাণে বাঁচলেন তাঁরা। গত শুক্রবার (২৪ এপ্রিল) ওই পর্বতারোহীরা দেশে ফিরে আসার পরদিনই তো ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে গোটা নেপাল লণ্ডভণ্ড!

গ্রিসের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পর্বতারোহী দলেন একজন সফোক্লিস প্যাইতেজ বলেন, ‘টাকা খোয়ানোর ঘটনা স্থানীয় প্রশাসনকে জানিয়ে ঠিক করি, শুক্রবার দেশে ফিরে আসব। ভূমিকম্পের ঠিক কয়েক ঘণ্টা আগে!’

‘আমরা খুব সৌভাগ্যবান, তবে আমাদের কিছু বন্ধু (এভারেস্ট) ক্যাম্পে রয়ে গেছে। খুব ভয়াল সময় পার করছে তারা’, যোগ করেন তিনি।

সফোক্লিসের দলে থাকা নয় ভারতীয় পর্বতারোহীও বহাল তবিয়তে দেশে ফিরে আসেন।

গতকাল রোববার রাত পর্যন্ত গত ৮০ বছরের মধ্যে ভয়াবহ এই ভূমিকম্পে নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে।

ভূমিকম্পের ফলে সৃষ্ট হিমবাহের তোড়ে নিহত হয়েছেন এভারেস্টের বেজ ক্যাম্পে থাকা ১৮ জন পর্বতারোহী; আহত হয়েছেন কমপক্ষে আরো ৬০জন।

রোববার পর্যন্ত অন্তত ৩৫ বার পরাঘাত (আফটার শক) হয়েছে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশটিতে।