কলম্বিয়ায় অস্ত্রবিরতির ঘোষণা ফার্কের

Looks like you've blocked notifications!
কলম্বিয়ার বিদ্রোহী সংগঠন ফার্কের নেতা টিমোলিয়ন জিমেনেজ কিউবার রাজধানী হাভানায় স্থানীয় সময় সোমবার রাতে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছেন। ছবি : সংগৃহীত

কলম্বিয়ার বিদ্রোহী সংগঠন দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) যুদ্ধ বন্ধ করেছে। ফার্কের নেতা রদ্রিগো লন্ডনো ওরফে টিমোলিয়ন জিমেনেজ ওরফে টিমোচেনকো স্থানীয় সময় সোমবার মধ্যরাতে কিউবার রাজধানী হাভানাতে সংগঠনটির সদস্যদের অস্ত্রবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

১৯৬৪ সাল থেকে কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছিল ফার্ক। কিউবায় চার বছর ধরে শান্তি সংলাপের পর ৫২ বছর ধরে চালানো যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেন সংগঠনটির নেতারা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংগঠনটি অস্ত্রবিরতির চূড়ান্ত চুক্তি সই করবে।

সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় টিমোলিয়ন জিমেনেজ বলেন, ‘আর কখনো কোনো বাবা তাঁর ছেলেমেয়েকে খুন করবে না বা কবর দেবে না। সব রেষারেষি বা অসেন্তাষ অতীতের ঘটনা হয়ে থাকবে।’