মিচোকান হত্যাকাণ্ড

মেক্সিকোর ফেডারেল পুলিশপ্রধান বরখাস্ত

Looks like you've blocked notifications!
মেক্সিকোর পুলিশপ্রধান এনরিকে গালিন্দোকে বরখাস্ত করা হয়েছে। ছবি : মেক্সিকো নিউজ ডেইলি

মেক্সিকোর আলোচিত মিচোকান হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির ফেডারেল পুলিশপ্রধান এনরিকে গালিন্দোকে বরখাস্ত করেছে সরকার।

গত বছরের মে মাসে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মিচোকানের তানহুয়াতো শহরের একটি খামারবাড়িতে সংঘবদ্ধ মাদকচক্রের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। ওই সময় ৪২ সন্দেহভাজন ব্যক্তি নিহত হন। অপর এক পুলিশ কর্মকর্তাও নিহত হন।

ঘটনার পরপরই মেক্সিকোর সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, সেখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। ওই সময় দেশটির কর্মকর্তারা জানান, স্থানীয় দুটি মাদক পাচার সংঘের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশপ্রধান এনরিকে গালিন্দোও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নাকচ করে দেন।

হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশন। চলতি মাসের মাঝামাঝি কমিশনের প্রতিবেদনে মেক্সিকোর পুলিশের বিরুদ্ধে ২২ ব্যক্তিকে হত্যার অভিযোগ করা হয়।

ঘটনার পর পুলিশ কর্মকর্তারা বলেন, এ ঘটনায় একটি মাদক পাচারকারী সংঘবদ্ধ চক্রের সদস্যরা নিহত হয়।

তদন্তের পর মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশন বলছে, ৪০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে একজন পুড়ে মরেছে। অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে গাড়িচাপায়।

মানবাধিকার কমিশন আরো জানায়, অন্তত ২২ জনকে হত্যা করেছে পুলিশ। আবার অনেক মৃতদেহ বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়। মৃত অনেকের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো বলেন, স্বচ্ছ তদন্তের স্বার্থের গালিন্দোকে বরখাস্ত করা হয়েছে।

মিচোকান মেক্সিকোর সবচেয়ে সংঘাতপ্রবণ প্রদেশ। অঞ্চলটিতে কয়েকটি মাদক পাচারচক্র সক্রিয়।