ধ্বংসস্তূপে ২২ ঘণ্টা পর কেঁদে উঠলো শিশু!

Looks like you've blocked notifications!
ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার ২২ ঘন্টা পর চার মাস বয়সি এক শিশুকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা। শিশুটি বেঁচে আছে, ভালো আছে। ছবি : কাঠমান্ডু ডট কম

ভয়াল ভূমিকম্পে শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ২২ ঘণ্টা আগে। নেপালের ভক্তপুর শহরের দালান ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা একে একে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ করছেন। বের হচ্ছে লাশ।
 
ওই শহরেই উদ্ধার কাজ করছিলেন নেপালের সেনা সদস্যরা। একটি ধসে পড়া ভবনের ভেতরে ঢুকে সন্ধান করছিল মানুষের। হঠাৎই চার মাস বয়সী একটি শিশুর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। একপর্যায়ে ভেতরে গিয়ে উদ্ধার করে নিয়েও আসেন। শিশুটিকে বের করে এনে একপাশে রেখে দেন। ভেবেছিলেন মৃতের মিছিলে যোগ হলো আরো একটি মানব সন্তান।
 
হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে কেঁদে ওঠে শিশুটি। হৈ চৈ পড়ে যায় ঘটনাস্থলে। শিশুটি বেঁচে আছে। ২২ ঘণ্টা সে ধ্বংসস্তূপের মধ্যে ছিল। কিন্তু এত সময় পড়েও অক্ষত আছে সে।
 
শিশুটির নাম জানা গেছে- সোনিত আওয়াল। তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, সোনিত একদমই সুস্থ। ভাগ্যবানের মা ছিল আশপাশেই। সোনিত মায়ের কাছেই ফিরে গেছে। নেপালের হিন্দি দৈনিক পত্রিকা কাঠমান্ডু টুডে থেকে নিয়ে সারা বিশ্বকে সংবাদটি দিয়েছে সিএনএন।
 
গত শনিবার সকালে ঘটা এ ভূমিকম্পে এখন পর্যন্ত পাঁচ হাজার মানুষ মারা গেছে নেপালে।