শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

Looks like you've blocked notifications!
ফার্ক বিদ্রোহীদের নেতা রদ্রিগো লন্ডোনোর (ডানে) সঙ্গে শান্তিচুক্তি সইয়ের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস (বাঁয়ে)। ছবি : রয়টার্স

চলতি বছর নোবেলে শান্তি পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। আজ শুক্রবার নরওয়েতে নোবেল কমিটি এ ঘোষণা দিয়েছে।

বিচারকরা কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তি করায় সান্তোসের প্রশংসা করেছেন। চার বছরের চেষ্টায় গত মাসে এ চুক্তি সই হয়। তবে গত সপ্তাহে গণভোটে এ শান্তিচুক্তির বিপক্ষে মতামত জানায় দেশটির সাধারণ মানুষ।

৫২ বছরের দীর্ঘ সংঘর্ষে আনুমানিক দুই লাখ ৬০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এ ছাড়া ৬০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

নোবেল কমিটির চেয়ারপারসন কেসি কুলমান ফাইভ বলেছেন, ‘দেশের ৫০ বছরের বেশি গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ নেওয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসকে ২০১৬ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

সান্তোস বিদ্রোহীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সমালোচকরা বলছেন, বিদ্রোহীদের খুব বেশি ছাড় দেওয়া হয়েছে।