হিলারির জীবনকে নরক বানিয়ে ছাড়বেন ট্রাম্প!

আগামী একটা মাস ডোনাল্ড ট্রাম্প সব ধরনের সীমা ছাড়িয়ে যাবেন। উদ্দেশ্য একটাই। পরবর্তী এক মাসে হিলারি ক্লিনটনের জীবনকে নরক বানিয়ে দিতে চান তিনি!
রোববার এক সংবাদ সম্মেলনে নিজেই এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন তিনি।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দ্বিতীয় টেলিভিশন বিতর্কের সময় থেকে উভয়ের মধ্যে ব্যক্তিগত আক্রমণ অনেক বেড়েছে।
গত রোববারই সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিতর্ক। বিতর্কে হিলারির স্বামী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সমালোচনা করেন ট্রাম্প। অভিযোগ করেন নারী কেলেঙ্কারির সঙ্গে ক্লিনটনই বেশি জড়িত ছিলেন। এ বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন দর্শক সারিতে উপস্থিত ছিলেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে ক্লিনটনের মতো নারী নিপীড়নকারী কেউ ছিল না। তিনি আরো বলেন, ‘ক্লিনটন ছিলেন নারী নিপীড়নকারী। নারীদের ওপর জঘন্যভাবে হামলে পড়তেন তিনি।’
বিতর্কে ট্রাম্প এ বিষয়ের ওপরই জোর দিচ্ছিলেন। বিল ক্লিনটনের চরিত্রের ওপর প্রশ্ন তুলে একটানা বলেই যান তিনি। এক পর্যায়ে ট্রাম্প বলেন, যদি তিনি (ট্রাম্প) প্রেসিডেন্ট হতেন তাহলে ক্লিনটনকে জেলে পাঠাতেন।
বিতর্ক শুরু হওয়ার কিছুক্ষণ আগের সংবাদ সম্মেলনেও ট্রাম্প বিল ক্লিনটনকে নিয়েই আলোচনা তুলেন। ক্লিনটনের বিরুদ্ধে প্রেসিডেন্ট থাকাকালীন আনা যৌন হয়রানির অভিযোগগুলো আবার তুলে আনেন।
এখানেই বসে থাকেননি ট্রাম্প। খেলেছেন আরো অনেক বেশি। রোববারের বিতর্ক ও ট্রাম্পের সংবাদ সম্মেলনে একজন নারী উপস্থিত ছিলেন। তাঁর নাম জুনিতা ব্রডড্রিক।
বিল ক্লিনটনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। সাংবাদিকদের কাছে পেয়ে এ ব্যাপারে মন্তব্য করার সুযোগ ছাড়েননি ব্রডড্রিক। তিনি বলেন, ‘কথার চেয়ে কাজ বেশি বলে। ট্রাম্প হয়তো কিছু খারাপ কথা বলতে পারেন। কিন্তু বিল ক্লিনটন আমাকে ধর্ষণ করেছেন এবং হিলারি ক্লিনটন আমাকে হুমকি দিয়েছেন।’