সাঁতরে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, সিঙ্গাপুরে বাংলাদেশি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

সাঁতার কেটে সিঙ্গাপুর থেকে পালানোর সময় বাংলাদেশি এক নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে সিঙ্গাপুরের অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষের কর্মকর্তাদের কাছে খবর আসে, এক লোক (৩০) কজওয়ে এলাকার পাশে পাইপলাইনের দিকে সাঁতার কেটে যাচ্ছে। এরপর তল্লাশি চালিয়ে অভিবাসন এবং কোস্টগার্ড পুলিশের কর্মকর্তারা তাকে পানির পাইপলাইনের নিচে খুঁজে পায়।

এরপর কর্মকর্তারা উডল্যান্ড ওয়াটারফ্রন্ট এলাকায় দেখতে পান, একটি বেড়ার গায়ে নীল জিনসের প্যান্ট ঝুলছে। তখন আরেক দফা তল্লাশি চালিয়ে পুলিশ আরো দুই বাংলাদেশিকে দেখতে পায়। তারা প্রথম ব্যক্তিকে পালিয়ে যেতে সাহায্য করছিলেন বলে জানা গেছে। এরপর পুলিশ এই দুজনকেও গ্রেপ্তার করে। 

পুলিশ জানিয়েছে, প্রথম ব্যক্তি সিঙ্গাপুরে ভিসার মেয়াদ পার হওয়ার পরেও সেখানে থাকছিলেন। তিনি অবৈধভাবে সেদেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। এ ক্ষেত্রে তিনি বেছে নিয়েছিলেন পানি পথ।