লিবিয়ায় বন্দিশালা থেকে ৬৫ বাংলাদেশি উদ্ধার

Looks like you've blocked notifications!
লিবিয়ায় উদ্ধার পাওয়া বাংলাদেশিদের কয়েকজন।

লিবিয়ার রাজধানী ত্রিপলির একটি বন্দিশালায় অভিযান চালিয়ে ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। একটি চক্র তাদের অবৈধপথে লিবিয়ায় নিয়ে গিয়েছিল বলে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাসের ফেসবুক পেজ থেকে জানা গেছে।

তিন সপ্তাহ আগে ত্রিপলির পরিত্যক্ত এলাকায় অবস্থিত বন্দিশালাটিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। তবে দেশটির পুলিশ গতকাল এ বাংলাদেশিদের উদ্ধারের কথা জানিয়েছে।

দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযানে ৬৫ জনকে উদ্ধার করা ছাড়াও মানবপাচারকারী চক্রের মো. ওয়ালিউর রহমান, সুমন শরিফ, হাফিজুল শেখ ও তাঁদের এক সহযোগীসহ মোট চারজনকে গ্রেপ্তার করে। এই চক্রটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় কর্মী এনে তাদের গোডাউনে আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করত বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া পুলিশ জানিয়েছে, লিবিয়ায় মানবপাচারকারী দলের এই সদস্যদের অনেকেই সাগরপথে ইতালিতে মানবপাচারের সঙ্গেও জড়িত ছিল। গ্রেপ্তার করা এই চার মানবপাচারকারীর বিরুদ্ধে লিবিয়ার প্রচলিত আইনে অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।