চীনে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ধসে নিহত ৪০

চীনে নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্রের এক অংশ ভেঙে পড়ে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে।
আজ বৃহস্পতিবার সকালে চীনের জিয়াংজি প্রদেশের ফেংচেং শহরে এ দুর্ঘটনা ঘটে।
ধসে ধ্বংসস্তূপের নিচে কতজন চাপা পড়েছেন, তা নির্ধারণ করা সম্ভব হয়নি। আজ ওই বিদ্যুৎকেন্দ্রে কমপক্ষে ৬৮ জন কর্মী উপস্থিত ছিলেন।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে চাপা পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জিয়াংজি প্রদেশের ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি এবং ২১২ সেনাসদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
চলতি বছরের জুলাই মাসে ‘গ্যানেং ফেংচেং’ বিদ্যুৎকেন্দ্রে দুটি এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাবিদ্যুৎ ইউনিট নির্মাণের কাজ শুরু হয়। স্থানীয় সরকারের ধারণা অনুযায়ী, ২০১৮ সালের শুরুর দিকেই এই নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।
এর আগে আগস্টে পার্শ্ববর্তী হুবেই প্রদেশে একটি কয়লাবিদ্যুৎ কেন্দ্রে পাইপলাইন ফেটে ২১ জন নিহত হন।