আবার মাঠে নামতে পারেন বিধ্বস্ত হওয়া বিমানের ফুটবলার

Looks like you've blocked notifications!
ব্রাজিলের চ্যাপেকোয়েন্স দলের ফুটবলার হেলিও হারমিতো জামপিয়ারকে সোমবার বিধ্বস্ত বিমান থেকে জীবিত উদ্ধার করা হয়। তিনি আবারও খেলা শুরু করতে পারেন। ছবি : এএফপি

ব্রাজিলের চ্যাপেকোয়েন্স দলের ফুটবলারদের বহনকারী বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া এক খেলোয়াড় আবারও মাঠে নামতে পারবেন। ওই ফুটবলারের বাবা এমন খবর জানিয়েছেন।

হেলিও হারমিতো জামপিয়ার নামের ৩১ বছর বয়সী ওই ডিফেন্ডারকে গত সোমবার আহত অবস্থায় বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার করা হয়। ওই সময় তিনিসহ আরো ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

চিকিৎসকরা জানান, হেলিও এখন স্থিতিশীল অবস্থায় আছেন।  তাঁর ফুসফুস, হাঁটু, কব্জি ও মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

গত সোমবার দিবাগত রাতে কলম্বিয়ার মেডেলিনে যাওয়ার পথে বিধ্বস্ত হয় বিমানটি। বুধবার সন্ধ্যায় মেডিলিনে ফাইনাল ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল বিমানে থাকা চ্যাপেকোয়েন্স দলের। ফাঁস হওয়া এক অডিও বার্তা থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিমানটি ‘জ্বালানি ছাড়াই’ চলছিল।

বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৭৭ যাত্রী ছিলেন। তাঁদের মধ্য ৭১ জনই ঘটনাস্থলে নিহত হন। বিমান দুর্ঘটনায় নিহত ফুটবলারদের প্রতি শোক প্রকাশ করেন মেসি, পেলেসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন তারকা।