জার্মানিতে বোরকা নিষিদ্ধের আহ্বান মেরকেলের

Looks like you've blocked notifications!

জার্মানিতে বোরকা নিষিদ্ধ করার আহ্বান জানালেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। আজ মঙ্গলবার নিজ দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মেরকেল বলেন, ‘এখানে বোরকা উপযুক্ত নয়, সম্ভব হলে আইন দিয়ে এটা নিষিদ্ধ করা উচিত। এটা আমাদের নয়।’ তাঁর এ মন্তব্যকে উপস্থিত নেতাকর্মীরা হাততালি দিয়ে স্বাগত জানায়।

ইসলামি সংস্কৃতির এ পোশাকের নিষিদ্ধের পক্ষে জার্মানির দলটির নেতাকর্মীরা দাবি জানিয়ে আসছিল। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মাইজিয়েরও একই কথা বলেন।

এর আগে মেরকেল চতুর্থ বারের মতো ক্ষমতায় থাকার আগ্রহ প্রকাশ করেন। ৬২ বছর বয়সী চ্যান্সেলর বলেন, ২০১৭ সালের নির্বাচনী প্রচারণা সবচেয়ে কঠিন হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে যাওয়া শরণার্থীদের সীমান্ত খুলে দেওয়ার জন্য জার্মানির ভোটারদের সমালোচনার মুখে পড়েন মেরকেল। গত সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনে তাঁর দল হেরে গেছে।

ফ্রান্স, বেলজিয়াম ও সুইজারল্যান্ডে বোরকা নিষিদ্ধ রয়েছে। একই পথ অনুসরণ করতে যাচ্ছে জার্মানি।