ট্রাম্পের নেতৃত্বে বিশ্বক্ষমতা হারাবে যুক্তরাষ্ট্র!

এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ডোনাল্ড ট্রাম্প নেতৃত্ব গ্রহণ করলে দেশটির এসব প্রভাব ও ক্ষমতার পতন হবে বলে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।
যিনি এই ভবিষ্যৎবাণী করেছেন তিনি হলে নরওয়ের অধ্যাপক জোহান গালটাং। আশঙ্কার কথা হচ্ছে এই অধ্যাপকই একসময় সোভিয়েত ইউনিয়নের পতন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। আর তা সত্যে পরিণত হয়েছিল কিছু দিনের মধ্যেই।
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু এগুলোই নয়, এই চীনের তিয়েনমেন স্কয়ারের বিদ্রোহ এবং ১১ সেপ্টেম্বরের হামলার বিষয়েও আগে থেকে পূর্বাভাস দিয়েছিলেন পিস স্টাডিজ বিষয়ের জনক হিসেবে পরিচিত এই অধ্যাপক।
২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষমতার পতন ঘটবে বলে ২০০০ সালে এক ভবিষ্যদ্বাণীর করে সমালোচিত হন অধ্যাপক জোহান। তবে প্রেসিডেন্ট বুশের ক্ষমতাকালে নিজের পূর্বাভাস বদল করে মার্কিন ক্ষমতা পতনের জন্য ২০২০ সাল বেঁধে দেন তিনি। আর এখন, আড়ম্বরপূর্ণ নির্বাচনে ধনকুবের ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আবারো ভবিষ্যদ্বাণী করলেন এই অধ্যাপক।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়া করবেন। সেইসঙ্গে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাচীর নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সমাজবিজ্ঞানের এই অধ্যাপক বলেন, ট্রাম্পের এই বিজয়ই মার্কিন সামাজ্যের পতনকে আরো ত্বরান্বিত করবে। ন্যাটোর প্রতি নবনির্বাচিত এই প্রেসিডেন্টের আচরণও ক্ষমতাধর দেশটির পতনের কারণ বলে মনে করেন তিনি।