ট্রাম্পের এই লোক পৃথিবী ধ্বংস করতে পারেন!

বিশ্বে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে। কিন্তু এই সত্যটির ব্যাপারে সন্দেহবাদী ব্যক্তিকেই যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধানের দায়িত্ব দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেউ কেউ বলছেন, এই ব্যক্তি চাইলে আক্ষরিক অর্থেই পৃথিবী ধ্বংস করে ফেলতে পারেন।
ট্রাম্প ওকলাহোমার অ্যাটর্নি জেনারেল স্কট প্রুটকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) পরবর্তী প্রশাসক হিসেবে পছন্দ করেছেন। স্কট অতীতে এ সংস্থা ধ্বংস করার চেষ্টা করেছেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিষয়েও তিনি সন্দিহান।
এই বছরের শুরুর দিকে ন্যাশনাল রিভিউয়ে প্রকাশিত এক নিবন্ধে স্কট লিখেছেন, বৈশ্বিক উষ্ণতা বিতর্ক ‘এখনো স্থির হয়নি’। তিনি দাবি করেন, বিজ্ঞানীরা ডিগ্রি ও বিশ্ব উষ্ণতা বৃদ্ধি এবং মানবসভ্যতার সঙ্গে এর সংযোগের ব্যাপারে এখনো একমত নন।
কিন্তু নাসার তথ্যানুযায়ী, বিশ্বের ৯৭ শতাংশ জলবায়ু বিজ্ঞানীরা একমত যে গ্রহ গরম হচ্ছে এবং জ্বলন্ত জীবাশ্ম জ্বালানিই হচ্ছে এর প্রধান কারণ। ইতিহাসে উষ্ণতম বছরগুলোর মধ্যে ২০১৬ সালসহ ১০টি বছরই ছিল গত ১২ বছরে।
গবেষণায় দেখা গেছে, গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফস্তর গলছে। গত শতাব্দীতে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় সাত ইঞ্চির ওপর বেড়েছে।
বার্নি স্যান্ডার্স এই নিয়োগের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিশ্ব জলবায়ু পরিবর্তন রোধে লড়াইয়ে বিরোধিতাকারী হিসেবে শুধু স্কটই রেকর্ড করেননি, তিনি এই দেশকে আরো নির্ভরশীল করতে জীবাশ্ম জ্বালানিশিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। কিন্তু ট্রাম্পের দল বলছে, স্কটের ‘ভালো রেকর্ড’ রয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় ট্রাম্প টাওয়ার থেকে বের হওয়ার পর কনওয়ে স্কট প্রুটকে বাছাই করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা বিদ্রূপকারী ও সমালোচকদের ব্যাপারে খুব অভ্যস্ত।’ তিনি আরো বলেন, ‘অ্যাটর্নি জেনারেল স্কট প্রুটের যোগ্যতা এবং ভালো রেকর্ড রয়েছে.... আমরা তাঁর নিয়োগ নিশ্চিতের কথা শোনার অপেক্ষায় রয়েছি।’