আফগান ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

Looks like you've blocked notifications!
আফগানিস্তানে ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দস্তুমের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠেছে। ছবি : বিবিসি

আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দস্তুমের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠেছে।

আফগানিস্তানের জওজান প্রদেশের সাবেক গভর্নর আহমাদ এশচি এই অভিযোগ করেছেন।

এশচির অভিযোগ, তাঁকে অপহরণ করে যৌন হেনস্তা করেন সাবেক জেনারেল দস্তুম। তিনি বলেন, জোরপূর্বক তাঁকে পাঁচ দিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে রাখা হয়। সেখানে দস্তুম ও অন্য ১০ জন মিলে তাঁকে হেনস্তা করেন।

জেনারেল দস্তম এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এটাকে ‘উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছেন। 

দস্তুম বলেন, এশচিকে তিনি আটক করেননি। আটক করেছে দেশের গোয়েন্দারা। 

এক বিবৃতিতে দস্তুমের এক মুখপাত্র বলেন, ‘বিরোধীদের অর্থায়নের জন্য আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে (এশচি) আটক করে।’

‘কিছু দিন ধরে অজ্ঞাত চক্র প্রথম ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে।’

জেনারেল দস্তুম উজবেক নৃগোষ্ঠীর। আফগানিস্তানে দীর্ঘ গৃহযুদ্ধের সময় তিনি অনেক নৃশংসতা চালিয়েছেন বলে অভিযোগ আছে। ২০১৪ সালে তিনি আফগানিস্তানে জাতীয় ঐকমত্যের সরকারে যোগ দেন।