মিসরে ঢুকতে পারলেন না বিন লাদেনের ছেলে

Looks like you've blocked notifications!
আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে ওমর। ছবি : ফেসবুক

মিসরে ঢুকতে দেওয়া হলো না আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে ওমরকে (৩৪)।

স্থানীয় সময় শনিবার মিসরের একটি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরে আটকে দেয় ওমরকে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের নাগরিক স্ত্রী জায়না আল সাবাহকে নিয়ে কাতারের দোহা থেকে মিসরের বিমানবন্দরে যান ওমর বিন লাদেন। কিন্তু মিসরে নিষিদ্ধ লোকদের তালিকায় নাম কেন আছে, তা না জানিয়েই ওমরের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পরে মিসর কর্তৃপক্ষের কাছে তুরস্কে ফেরত যাওয়ার আবেদন জানান ওমর ও তাঁর স্ত্রী।

২০০৭ ও ২০০৮ সালের কয়েক মাস মিসরে ছিলেন ওমর ও তাঁর স্ত্রী। ২০০৮ সালেই ওমরের মিসরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

১৯৯৬ থেকে ২০০১ সালের কিছু সময় পর্যন্ত বাবা ওসামার সঙ্গে ছিলেন ওমর। ২০০১ সালে বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আফগানিস্তান থেকে বেরিয়ে যান তিনি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার পর থেকে পরিবারের বেশির ভাগ সদস্যের সঙ্গে সাক্ষাৎ হয়নি ওমরের। ২০১০ সালে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর ভাইবোনদের সঙ্গে দেখা করতে সৌদি আরব ও ইরানের সঙ্গে কাজ করছেন তিনি।

ওমর বলেন, বিন লাদেনের সন্তানরা ‘বিশ্বের সুনাগরিক’ হওয়ার চেষ্টা করেছে। তাদের কেউই আল-কায়েদার অংশ ছিল না। অথচ আল-কায়েদা নেতার সন্তান হওয়ায় তাদের ভুগতে হয়েছে।