ইরান ও বেলজিয়ামের বন্দি বিনিময়, ত্রাণকর্মী ও কূটনীতিকের মুক্তি

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

বেলজিয়াম এবং ইরান একটি বন্দি বিনিময় করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আজ শুক্রবার (২৬ মে) ওমানের মধ্যস্থতায় ওমানে এই বন্দি বিনিময় হয়। 

তেহরান ফ্রান্সে নির্বাসিতদের একটি সভায় বোমা হামলার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত একজন ইরানী কূটনীতিকের বিনিময়ে একজন বেলজিয়ামের ত্রাণকর্মীকে মুক্তি দিয়েছে। তবে, ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক ঘোষণায় কোন বন্দিদের অদলবদল করা হচ্ছে, তা তুলে ধরা হয়নি। অর্থাৎ, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

শুক্রবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এক বিবৃতিতে বলেছিলেন, ত্রাণকর্মী অলিভিয়ের ভান্দেকাস্টিলেকে মুক্তি দেওয়া হয়েছে। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে, কূটনীতিক আসাদুল্লাহ আসাদিকেও মুক্তি দেওয়া হয়েছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের দেশে ফেরার প্রস্তুতি হিসেবে আজ শুক্রবার তেহরান এবং ব্রাসেলস থেকে মাস্কাটে স্থানান্তর করা হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘ওমানের সালতানাত ইরান ও বেলজিয়ান পক্ষের মধ্যে মাস্কাটে আলোচনায় বিরাজমান উচ্চ ইতিবাচক মনোভাব এবং এই মানবিক সমস্যা সমাধানে তাদের আগ্রহের প্রশংসা করেছে।’

ডি ক্রু জানান, বৃহস্পতিবার রাতে ভ্যানডেকাস্টিলকে ওমানে বদলি করা হয়েছে। তাকে বেলজিয়ামের কূটনীতিক এবং সামরিক কর্মকর্তাদের একটি দল অভ্যর্থনা জানায়, তারপরে ডাক্তাররা তার শারীরিক পরীক্ষা করেন।

ডি ক্রু লিখেছেন, ‘নির্দোষ অলিভিয়ার তেহরানের কারাগারে অসহনীয় পরিস্থিতিতে ৪৫৫দিন কাটিয়েছেন।’ তিনি আরও লিখেছেন, ‘বেলজিয়ামে অলিভিয়ার ভ্যানডেকাস্টিলের প্রত্যাবর্তন একটি স্বস্তি। তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের জন্য একটি স্বস্তি।’

ওমান দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে পশ্চিমাদের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। জানুয়ারিতে ইরান একটি রুদ্ধদ্বার বিচারে গুপ্তচরবৃত্তির জন্য দোষী সাব্যস্ত করার পরে ভ্যানডেকাস্টিলকে দীর্ঘ কারাদণ্ড এবং ৭৪টি বেত্রাঘাতের শাস্তি দেয়। পাশাপাশি তাকে এক মিলিয়ন ডলার জরিমানা করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ইসলামিক রিপাবলিকের নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এবং রিলিফ ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করার পর, ভ্যানডেকাস্টিলকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইরানে তার জিনিসপত্র প্যাক করার সময় গ্রেপ্তার করেছিল।

ইরানের কূটনীতিকের সঙ্গে অদলবদল সম্ভব করার জন্য, বেলজিয়াম মার্চ মাসে একটি বিতর্কিত বন্দি বিনিময় চুক্তি গ্রহণ করেছিল যা দেশের সাংবিধানিক আদালতে বহাল ছিল।

২০২১ সালে বেলজিয়াম আসাদিকে ফ্রান্সে নির্বাসিত ইরানী বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে একটি ব্যর্থ বোমা হামলার পরিকল্পনার জন্য দোষী সাব্যস্ত করে এবং তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়।

প্রসিকিউটররা আসাদিকে এক দম্পতির সঙ্গে জড়িত করে যাদেরকে ২০১৮ সালে থামিয়ে বেলজিয়ামের পুলিশ ৫৫০ গ্রাম (এক দশমিক ২১ পাউন্ড) টিএটিপি বিস্ফোরক ও একটি ডেটোনেটর খুঁজে পেয়েছিল। তারা মুজাহেদিন-ই-খালকের ফ্রান্সের ভিলেপিন্টে এমইকে নামে পরিচিত একটি নির্বাসিত ইরানী বিরোধী দলের মিটিংয়ে হামলা করার চেষ্টা করছিল।

অন্যদিকে, আসাদিকে একদিন পর জার্মানিতে গ্রেপ্তার করা হয় এবং বেলজিয়ামে স্থানান্তর করা হয়। বেলজিয়ামের গোয়েন্দারা তাকে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে শনাক্ত করেছে যিনি অস্ট্রিয়ায় ইরানি দূতাবাসে গোপনে কাজ করতেন। ইরান আসাদির জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।