সুদানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

Looks like you've blocked notifications!
সুদানের খার্তুমে ১ মে’র পরিস্থিতি। ছবি : রয়টার্স

সুদানে যুদ্ধবিরতির মেয়াদ আরও পাঁচ দিন বেড়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব গতকাল সোমবার (২৯ মে) রাতে একথা জানিয়েছে। তারা বলেছে, সুদানে যুদ্ধরত পক্ষগুলোর দ্বারা বারবার লঙ্ঘিত একটি মানবিক যুদ্ধবিরতির মেয়াদ পাঁচ দিন বাড়ানো হয়েছে। খবর এএফপির।

যৌথ এক বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারীরা ‘সুদানের সশস্ত্র বাহিনী ও র‌্যাপিড সাপোর্ট ফোর্স ২০২৩ সালের ২০ মে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পাঁচ দিন মেয়াদ বাড়ানোর চুক্তিকে স্বাগত জানিয়েছে।’

একদিন আগে মধ্যস্থতাকারীরা বলেছিলেন, এক্ষেত্রে উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা, নিরাপদ করিডোর দিয়ে ত্রাণ ও অন্যান্য সামগ্রী সরবরাহ এবং প্রয়োজনীয় পরিষেবা পুনপ্রতিষ্ঠার সুযোগ দেওয়ার ক্ষেত্রে যুদ্ধবিরতির লক্ষ্যগুলো উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্থ হয়। তারা আরও জানায়, সেনাবাহিনী এবং আধা-সামরিক আরএসএফ উভয়ের মধ্যে চরম উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

প্রাথমিকভাবে করা এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার স্বল্প সময় আগে ওয়াশিংটন এবং রিয়াদ মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়।

জাতিসংঘ জানায়, সুদানের প্রায় আড়াই কোটি মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষার প্রয়োজন। এ সংখ্যা সুদানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।