ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ২১০ কোটি ডলারের অস্ত্র প্যাকেজ ঘোষণা

Looks like you've blocked notifications!
এএফপির ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ২১০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার (৯ জুন) এ অস্ত্র প্যাকেজ ঘোষণা করা হয়।

এতে ধারণা করা হচ্ছে, কিয়েভ থেকে রাশিয়াকে তাড়ানোর লক্ষ্যে দীর্ঘ-প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করতে যাচ্ছে।

সামরিক সহায়তার প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, আর্টিলারি রাউন্ড, ড্রোন ও লেজার-গাইডেড রকেট সিস্টেম অস্ত্রগুলো অন্তর্ভুক্ত।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইউক্রেনের ভূখণ্ড রক্ষায় জরুরিভাবে স্বল্প সময়ে সক্ষমতার পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্থায়ী ক্ষমতা এবং দীর্ঘমেয়াদে রুশ আগ্রাসন রোধ করার জন্য অব্যাহত প্রতিশ্রুতি হিসেবে এই প্যাকেজ ঘোষণা করা হয়।’ 

২০২১ সালের শুরুর দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সামরিক অস্ত্র সরবরাহ দিয়েছে তার মূল্য ৪০ দশকমিক চার বিলিয়ন মার্কিন ডলার। এর বেশিরভাগই রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর দেওয়া হয়েছে।

ইউক্রেনীয় সৈন্যরা তিনটি মূল পয়েন্টে দীর্ঘ ফ্রন্ট বরাবর হামলা শুরু করেছে এমন খবরের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার পাল্টা আক্রমণের ঘোষণা দিয়েছেন।