টাইটানের ধ্বংসাবশেষে কি মানবদেহের অংশ?

Looks like you've blocked notifications!
ওশানগেট এক্সপিডিশনের সাবমেরিন টাইটান। ছবি : ওশানগেট

সাবমেরিন টাইটানের যে ধ্বংসাবশেষ তুলে আনা সম্ভব হয়েছে, তাতে মরদেহের অংশ আছে বলে ধারণা করছে মার্কিন কোস্ট গার্ড।

নিখোঁজ হওয়ার ১০ দিন পরে সমুদ্রতল থেকে উপরে নিয়ে আসা হলো ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষ। কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, সেই ধ্বংসাবশেষের মধ্যে ডুবোযানের ল্যান্ডিং ফ্রেম ও পেছনের অংশ আছে। ধ্বংসাবশেষের মধ্যে মানুষের শরীরের অংশও আছে বলে ধারণা করা হচ্ছে। এখন মার্কিন চিকিৎসকরা চূড়ান্ত পরীক্ষা করে এই বিষয়ে তাদের মতামত জানাবেন। তখনই বোঝা যাবে, সত্যিই মানুষের শরীরের অংশ সেখানে আছে কি না।  

মার্কিন কোস্ট গার্ডের মেরিন বোর্ড অব ইনভেস্টিগেশন এখন প্রাথমিকভাবে তদন্ত করছে। তারা যাবতীয় তথ্য বন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেবে। তারপর পরবর্তী তদন্ত ও পরীক্ষার কাজ শুরু হবে।

বোর্ডের চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, কেন টাইটান এই দুর্ঘটনায় পড়ল এবং ভবিষ্যতে কীভাবে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, তা ঠিক করতে এখনও অনেক কাজ করতে হবে। টাইটানের ধ্বংসাবশেষ তুলে আনার ক্ষেত্রে অনেকগুলো দেশ ও মার্কিন সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ফলেই টাইটানের এই ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

এই ধ্বংসাবশেষ কানাডার সেন্ট জনস বন্দরে নিয়ে আসা হয়েছে। ছবিতে দেখা যায়, এই সাবমেরিনের অংশ ক্রেনে করে তোলা হচ্ছে। টাইটানিকের ধ্বংসস্তূপের এক হাজার ৬০০ মিটার দূরে সমুদ্রের  ১২ হাজার ৫০০ ফুট নিচে এই ধ্বংসাবশেষ পড়েছিল। প্রথমে রোবট চালিত যান এই ধ্বংসাবশেষের হদিস দেয়। তারপর উদ্ধারকারী দল তা উদ্ধার করা হয়।