কৃষ্ণ সাগর শস্যচুক্তির মেয়াদ বাড়ানো হবে, আশা এরদোয়ানের

Looks like you've blocked notifications!
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এএফপি

কৃষ্ণ সাগর শস্যচুক্তির মেয়াদ ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার (৭ জুলাই) এ কথা বলেন তিনি। খবর তাসের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ইস্তাম্বুলে টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘আমরা গত বছর ইস্তাম্বুলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। সেখানে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কৃষ্ণ সাগর দিয়ে শস্য সরবরাহ করিডোর চুক্তি বিষয়ে ঐকমত্য হয়েছিল। আর এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনীয় তিন কোটি ৩০ লাখ মেট্রিক টন খাদ্য শস্য পাঠানো হয়। আমরা চাই, শস্য চুক্তি মেয়াদ বাড়ানো হোক।’

এরদোয়ান আরও বলেন, তিনি আশা করছেন, কৃষ্ণ সাগর শস্যচুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাস বাড়ানো হবে। তবে, এক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প পদক্ষেপ হবে আরও দুই বছরের জন্য এটি বলবৎ রাখা।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করি, শস্য করিডোর চুক্তিটি ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে। আমরা আশা করছি, এ চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাসের জন্য বাড়ানো হবে। তবে, আমরা এটি দুই বছরের জন্য বাড়ানোর পক্ষে।’